রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাঙালির আগ্রহের কেন্দ্রে বাঞ্ছারামপুরের নোমান

বাঞ্ছারামপুর প্রতিনিধি

লন্ডনের স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচন আগামী ৩ মে। এ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভবনাথপুর গ্রামের আবু নোমান। বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনে খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী বাংালাদেশিদের মুখে মুখে স্লোগান ‘ভোট ফর নোমান’। সিলেটের বাসিন্দা আবদুল করিম লন্ডনে আছেন বহুদিন ধরে। তার পরিবারে ভোটার সংখ্যা পাঁচজন। তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এতো ভদ্র ও উদার হয়, নোমানকে না জানলে বুঝা যাবে না। তিনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। ধরা হচ্ছে তার মূল লড়াই হবে লেবার পার্টির প্রার্থীর সঙ্গে। ব্রিটেনের অন্যান্য রাজ্যে লেবারের সমর্থক বেশি থাকলেও সমপ্রতি ‘ফ্রি খালেদা মুভমেন্ট ও তারেক রহমানের পাসপোর্ট ইস্যুতে লন্ডন সরগরম থাকায় লেবারের সমর্থকরা বেশ কোণঠাসা হয়ে পড়েছেনে বলে সেখানকার বিভিন্ন বাংলা গণমাধ্যম খবর দিচ্ছে। আর সেজন্য কনজারভেটিভ দলের নোমান বেশ এগিয়ে রয়েছেন।

সর্বশেষ খবর