রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অতিরিক্ত ‘মদ খেয়ে’ দুই জনের মৃত্যু, অসুস্থ ১০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় অতিরিক্ত ‘মদ খেয়ে’ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও ১০ জন। মৃতরা হলেন মলয় সরকার (২৬) ও তাহের আলী (৩০)। অসুস্থদের মধ্যে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত বুধবার উপজেলার পারশিমলা গ্রামে কালিমণ্ডপে পূজা উপলক্ষে দিনব্যাপী মেলা আয়োজন করা হয়। মেলাকে ঘিরে মণ্ডপের পাশে ভুট্টা খেতে বসে মদের আসর। স্থানীয় ১২-১৩ যুবক গভীর রাত পর্যন্ত সেখানে মদপান করেন। অতিরিক্ত মদ খেয়ে অসুস্থ হন পারশিমলা গ্রামের মলয় কুমার, কুশকান্ত সরকার, সঞ্জয় কুমার, ফুলবর রহমান, আজাদ হোসেন, সায়েদ আলী, রতন কুমার, গৌতম কুমার, গোবিন্দ চন্দ্র, আবিদ্যপাড়ার তাহের আলী ও নহলা কালুপাড়ার এজাদুর রহমান। এদের মধ্যে মলয় সরকার শুক্রবার ভোরে মারা যান। শুক্রবার বিকালে তাহের আলীর অবস্থা আশঙ্কাজনক হলে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান।

স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামটি প্রত্যন্ত এলাকা হওয়ায় পুলিশের বিচরণ খুবই কম। এ সুযোগে কিছু লোক মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মান্দা থানার পরিদর্শক-তদন্ত মাহবুব আলম বিষয়টি অবহিত নন বলে দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান বলেন, অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর