রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দীর্ঘ প্রতীক্ষার অবসান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান

দ্বিতীয় ধরলা সেতু গতকাল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে —বাংলাদেশ প্রতিদিন

কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী, কচাকাটা, ভুরুঙ্গামারী এবং লালমনিরহাট সদরের ২০ লাখ মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া হল দ্বিতীয় ধরলা সেতু। গতকাল বিকালে সেতুটি খুলে দেওয়ার সময় জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উঁরাওসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, সেতুটি চলাচলের জন্য প্রস্তুত হলেও প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় ছিল। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে এটি খুলে দেওয়া হল। পরে প্রধানমন্ত্রী সুবিধা মতো সময়ে সেতুটি উদ্বোধন করবেন। সেতুটি চালুর ফলে ফুলবাড়ী এবং লালমনিরহাট সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। সোনাহাট স্থল বন্দরসহ জেলার চারটি উপজেলার সঙ্গে সারা দেশের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১০ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম কলেজমাঠে জনসভায় সেতুটি বাস্তবায়নের ঘোষণা দেন। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর  নির্মাণ কাজের উদ্বোধন করেন। দফায় দফায় সময় বাড়িয়ে গত বছরের ৩১ ডিসেম্বর সেতুর কাজ শেষ  হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর