রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ইউপিডিএফ নেত্রীকে এবার রাঙামাটি ছাড়ার হুমকি

রাঙামাটি প্রতিনিধি

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের নারী নেত্রী মন্টি চাকমাকে এবার পরিবারসহ গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন সংগঠনটির রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সশস্ত্র সন্ত্রাসীদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর ঢাকায় ১৯টি প্রগতিশীল সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে জিম্মি দশার চিত্র তুলে ধরেন মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা। এরপর ক্ষুব্ধ হয়ে ‘নব্য মুখোশ বাহিনীর প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা মোবাইল ফোনে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। চলে না গেলে তাদের গুলি করে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখ্য, ১৮ মার্চ দুর্বৃত্তরা মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে। দীর্ঘ ২৫ দিন পর অর্থাৎ ১৯ এপ্রিল অপহরণকারীরা তাদের খাগড়াছড়িতে মুক্তি দেয়।

সর্বশেষ খবর