রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নরসিংদীতে ৫২৮ কোটি টাকা ব্যয়ে নদী খনন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর অন্তর্ভুক্ত আড়িয়াল খাঁ নদ, হাড়িদোয়া নদী, ব্রহ্মপুত্র নদ, পাহাড়িয়া নদী, মেঘনার শাখা নদী ও পুরাতন ব্রহ্মপুত্রের শাখা নদ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ৫২৮ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। গতকাল বিকালে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শুঁটকিকান্দি গ্রামে এ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম বীরপ্রতীক।

প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড, তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বাস্তবায়নকারী সংস্থার প্রকল্প মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. তৌহিদ হোসেন, প্রকল্প পরিচালক লে. কর্নেল কিসমৎ হায়াৎ, তত্ত্বাবধানকারী সংস্থার প্রকল্প মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী (কে এ) এ এইচ এম ফখরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মতিন সরকার, নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী, করিমপুর ইউপি চেয়ারম্যান মো. হারিছ মিয়া ও নজরপুর ইউপি চেয়ারম্যান বাদল সরকারসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সর্বশেষ খবর