সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আখাউড়ায় টর্নেডোর আঘাতে অর্ধশত বাড়ি বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার রাতে বিধ্বংসী এক টর্নেডোর আঘাতে গোয়াল গাঙ্গাইল ও মনিয়ন্দ নামক দুই গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ৫ শতাধিক গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে ভেঙে পড়েছে। মাঠভর্তি পাকা ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরের চাপা পড়ে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। টর্নেডোর আঘাতে প্রায় কোটি টাকার ওপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

আখাউড়ার মনিয়ন্দ ইউপির গোয়াল গাঙ্গাইল গ্রামের ইউপি সদস্য হারুন মিয়া জানায়, শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে টর্নেডো আঘাত আনে। এতে গাছপালা-বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। স্থানীয় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল ভুইয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করছেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত গোয়াল গাঙ্গাইল ও মনিয়ন্দের মানুষদের মধ্যে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।  উপজেলা প্রশাসনের লোকজনসহ স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর