শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

সহপাঠীর স্ট্যাম্পের আঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

নাটোর বরগুনায় দুই শিশুর লাশ

প্রতিদিন ডেস্ক

দিনাজপুরে সহপাঠীর স্ট্যাম্পের আঘাতে প্রাণ গেছে এক কলেজছাত্রের। নাটোর ও বরগুনায় উদ্ধার করা হয়েছেন দুই শিশুর লাশ। এছাড়া হবিগঞ্জ, ব্রহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কুমিল্লা ও ময়মনসিংহে চারটি খুনের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের খবর—

দিনাজপুর : ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সহপাঠীর স্টাম্পের আঘাতে শাহাদত হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হয়বত্পুর নীলকুঠির ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নাটোর : বড়াইগ্রামে চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত শিশুর নাম সিয়াম হোসেন। সে নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের মিন্টু সেখের ছেলে। বরগুনা : বরগুনা জেনারেল হাসপাতালের টয়লেটে অজ্ঞাত নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল হাসপাতালের টয়লেট পরিষ্কার করার সময় লাশটি দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। হবিগঞ্জ : নিখোঁজের দুই দিন পর খোয়াই নদীর চর থেকে লন্ড্রি ব্যবসায়ী কৃষ্ণ শুক্লবৈদ্যের মৃতদেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। কৃষ্ণ শুক্লবৈদ্য লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের নগেন্দ্র শুক্লবৈদ্যের ছেলে। বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরুর ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার হায়দরনগর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহতের নাম গদু  মিয়া। দাউদকান্দি : এলাকায় আধিপত্য বিস্তারের জেরে গুলিতে ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম ওই গ্রামের রাজু মিয়ার ছেলে। তিনি ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ : গফরগাঁওয়ের পাগলায় বসতভিটা দখলকে কেন্দ প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর