শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

এক বাড়িতে ৬০ গোখরা

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হাওর এলাকায় গত কয়েকদিনে সাপ উপদ্রব বেড়েছে। শিবপুর গ্রামের জনৈক মোক্তার মিয়ার বাড়িতে গত মঙ্গলবার মাটি খুঁড়ে পাওয়া যায় গোখরা সাপের ৬০টি বাচ্চা। পরে এলাকাবাসী সাপগুলো পিটিয়ে মেরে ফেলে। এছাড়া একই দিন দুর্গারামপুর গ্রামের বেলাল মিয়ার স্ত্রী মালেকা বেগম বাড়ির পাশে ঘাস কাটতে গেলে সাপ তাকে দংশন করে। অসুস্থ অবস্থায় বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাঞ্ছারামপুরের অভিজ্ঞ সাপুড়ে সর্দার মাখন মিয়া বলেন, ‘হঠাৎ বজ পাত বেড়ে যাওয়ায় সাপ তার গর্ত থেকে বের হয়ে লোকালয়ে চলে আসায় এমন ভীতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া বর্ষাকালে বা অতিবৃষ্টি হলে সাপ কখনোই গর্তে থাকে না। তাই রাতে সাবধানে চলাফেরা করতে হবে’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর