শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

ভেঙে পড়ল শতবর্ষী হিজল গাছ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে রক্ষণাবেক্ষণের অভাবে শতবর্ষী হিজল গাছের বেশির ভাগ অংশই ভেঙে গেছে। কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা এ গাছটি ভেঙে পড়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফরিদপুর শহর থেকে ১৭ কিলোমিটার দূরে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখণ্ড গ্রামে ছিল এ হিজল গাছটি, যেটির বয়স একশ বছরের উপরে। গ্রামের বাসিন্দা মিঠুন কুমার দাস জানান, এ গাছটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসত। কানাইপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, এ গাছটি আমাদের এলাকার একটি সম্পদ ছিল। ফরিদপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. এনামুল হক বলেন, সম্প্রতি গাছটির কিছু অংশ ভেঙে পড়েছে। বাকি অংশটুকু টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর