শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

অর্ধেক দামে ধান বিক্রি করছেন কৃষকরা!

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে অর্ধেক দামে (৫০০ টাকা মণে) ধান বিক্রি করছেন কৃষকরা। যদিও এ বছর ২৬ টাকা কেজি (১০৪০ টাকা মণ) দরে কৃষকদের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার। সংগ্রহ অভিযান এখনও শুরু না হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে কম দামে স্থানীয় ব্যসায়ীদের কাছে ধান বিক্রি করছেন। এতে কৃষকরা ক্ষতির শিকার হলেও লাভবান হচ্ছেন এক ধরনের মধ্যস্বত্বভোগী। জানা যায়, গত বছর ফসল হারানোর কথা মাথায় রেখে চলতি মৌসুমে একটু আগেই ধান কাটা শুরু করেন উপজেলার কৃষকরা। ফসল কাটাতে গিয়ে গরিব কৃষকরা ধান বিক্রি করেই শ্রমিকের মজুরি পরিশোধ করেন।

লামুয়া গ্রামের কৃষক রুশন মিয়া জানান, শ্রমিকের খরচ মেটানোর জন্য তিনি ৫০০ টাকা মণ দরে ১৬ মণ ধান বিক্রি করেছেন। এতে তার অনেক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের কাছে ধান বিক্রি করায় কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তিনি জানান, এ উপজেলায় চলতি বছর ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার ৩৮৪ হাজার মেট্রিক টনের মতো।

খাদ্য পরিদর্শক কেয়াম উদ্দিন বলেন, সরকারিভাবে ধান সংগ্রহের কোনো নির্দেশ এখনো আমাদের কাছে আসেনি।’

সর্বশেষ খবর