রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

বজ্রপাতে গেল আরও পাঁচ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সুনামগঞ্জ, ঝিনাইদহ ও কুমিল্লায় গতকাল বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই কলেজছাত্র রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর— সুনামগঞ্জ : জেলায় কালবৈশাখী ঝড়ের সময় গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা হলেন— সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এখলাসুর রহমান ও একা রাণী দাস। এখলাসুর উপজেলার গৌরারং ইউনিয়নের ভাটি শাফেলা গ্রামের আবদুল খালেকের ছেলে এবং একা রাধিকা রঞ্জন দাসের মেয়ে। ঝিনাইদহ : হরিণাকুণ্ডু ও মহেশপুর উপজেলায় গতকাল বজ পাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— হরিণাকুণ্ডু উপজেলার ভালকি গ্রামের ভরস আলীর ছেলে মানোয়ার (৪০) ও মহেশপুর উপজেলার বাথানগাছি মিস্ত্রিপাড়ার মদন মিস্ত্রির ছেলে নির্মল (৪৫)। ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বজ পাতে ঘটনাস্থলেই মনোয়ারের মৃত্যু হয়। নির্মল উপজেলার মির্জাপুর বাজারে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজঘাতে আহত হন। যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কুমিল্লা : চান্দিনায় বজ পাতে রহমত আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর গল্লাই গ্রামে ধান কাটার সময় গতকাল এ ঘটনা ঘটে। রহমত আলী গল্লাই উত্তরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

সর্বশেষ খবর