রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা
তাসফিয়া হত্যাকাণ্ড

ক্লু খোঁজা হচ্ছে সিসিটিভিতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিন হত্যাকাণ্ডের ক্লু খুঁজতে সিসিটিভির ফুটেজ ঘাঁটা হচ্ছে। এরই মধ্যে নগরীর প্রায় ২০ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্ত কর্মকর্তারা। চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম বলেন, সিসিটিভির ফুটেজে কোনো ক্লু পাওয়া যায় কি না তা জানার চেষ্টা করছি। জিইসির মোড় থেকে পতেঙ্গা সৈকত এলাকা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশের একাধিক ইউনিট। এরই মধ্যে তাসফিয়ার লাশ উদ্ধার হওয়া স্পটের দোকানদারসহ কমপক্ষে ১৫ প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশের ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাসফিয়া ধর্ষণ হয়নি তা এক প্রকার নিশ্চিত। অন্যান্য আলামত থেকে খুনের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, গত ২ মে নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে তাসফিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর