রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

ভাগ্য বদলাবে দুই সেতু

কুমিল্লা প্রতিনিধি

ভাগ্য বদলাবে দুই সেতু

দাউদকান্দির বাতাইকান্দি-ভিটিকান্দি এলাকা —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়নের গোলাপচর ও ভিটিকান্দি এলাকায় দুটি ব্রিজ নির্মিত হলে বদলে যাবে ৪০ সহস্রাধিক মানুষের ভাগ্য। জেলার সর্ব পশ্চিমের উপজেলা দাউদকান্দি। এ উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়ন গোমতী ও কাঠালিয়া নদী বেষ্টিত জনপদ। ১৪টি গ্রামের এই জনপদ চরাঞ্চল নামে পরিচিত। উপজেলা কার্যালয় থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত কৃষি ও মাছে সমৃদ্ধ এলাকাটি পিছিয়ে শুধু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। এখানকার বাসিন্দারা প্রধানত দুটি স্থান দিয়ে যাতায়াত করেন। একটি কেরোসিন ঘাট হয়ে গোলাপচর, আরেকটি বাতাইকান্দি হয়ে ভিটিকান্দি। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় দাউদকান্দি উত্তর ইউনিয়নে শিক্ষার হার নিম্নমুখী। আইনশৃঙ্খলা বাহিনীও সময়মতো পৌঁছতে পারে না। অথচ যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এখানে চরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। কৃষিতে আসবে আরও সমৃদ্ধি। গোলাপের চরের মোশারফ হোসেন বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানে চিকিৎসা সেবা পাওয়া যায় না। দূরের স্কুলে গিয়ে শিশুরা পড়তে চায় না।’ ভিটিকান্দির বাসিন্দা এমদাদুল হক বলেন, ‘নদীর উপর ব্রিজ হলে দাউদকান্দি উত্তর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নত হবে।’ এই ইউনিয়নের বাসিন্দা কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর বলেন, ‘বাতাকান্দি থেকে ভিটিকান্দি এলাকায় গোমতী নদীর উপর একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুততর সময়ে টেন্ডার হবে বলে আশা করছি। ব্রিজটি নির্মিত হলে অবহেলিত এ জনপদের মানুষের মুখে হাসি ফুটবে।’ দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আমিনুল হক জানান, ভিটিকান্দি এলাকার ব্রিজ নির্মাণের বিষয়টি অনেক দূর এগিয়েছে। জমি পেলে কাজ দ্রুত শুরু করা যাবে। আর গোলাপের চরে ব্রিজ নির্মাণের বিষয়ে স্থান পরিদর্শন করা হয়েছে। দুটি ব্রিজ নির্মাণ হলে এই জনপদ অনেক এগিয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর