রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

ঘোষণার চার দিন পরই কমিটি বিলুপ্ত!

চরভদ্রাসন উপজেলা ছাত্রদল

ফরিদপুর প্রতিনিধি

জেলা কর্তৃক ঘোষণার মাত্র চারদিন পর কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের কমিটি। একই সঙ্গে নতুন কমিটি গঠনতন্ত্র মোতাবেক না করায় জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যাও চেয়েছে কেন্দ্র। জানা যায়, গত ২৯ এপ্রিল জেলা সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চরভদ্রাসন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হলো। সেইসঙ্গে জান-এ আলমকে সভাপতি, শুভ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক এবং আহম্মদ আল ইভানকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হলো। এ কমিটিকে ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ এবং নব্বই দিনের মধ্যে সব ইউনিট কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়। অভিযোগ আছে, বিএনপির প্রভাবশালী দুই নেতার দ্বন্দ্বের কারণে উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে পাল্টা অবস্থান তৈরি হয়েছে।  এরই মধ্যে শুক্রবার পাঠানো ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নিয়ম লঙ্ঘন করায় চরভদ্রাসনের নতুন কমিটি বাতিল করা হলো। ফরিদপুর ছাত্রদল সভাপতি বেনজির আহমেদ তাবরিজ বলেন, ‘দীর্ঘদিন কমিটি না থাকায় সর্বসম্মতিক্রমে চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করি। কেন্দ্র থেকে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত কোনো কমিটি গঠন বা বিলুপ্ত করা যাবে না। তবে চরভদ্রাসন কমিটির বিলুপ্তির বিষয়ে কেন্দ্র থেকে কোনো চিঠি পাইনি।’

সর্বশেষ খবর