রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

‘নারী শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার’

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

বদরগঞ্জ উপজেলার অনেক স্থানে পুরুষের পাশাপাশি শ্রম বিক্রি করছেন নারীরা। কাকডাকা ভোরে হাতে ঝুড়ি, কাঁধে কোদাল নিয়ে নেমে পড়েছেন তারা। শ্রমজীবী মহিলাদের কেউ আবার বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী, বুটিক হাউস, কেউ মাটি কাটা, রাস্তা ভরাট, ইটভাটায় কাজ করছেন। নির্মাণ কাজেও জড়িত অনেকে। অভিযোগ আছে, অনেক ক্ষেত্রে পুরুষের সমান বা কখনও বেশি কাজ করেছে মজুরির বেলায় বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। শ্রমবাজার নামে পরিচিত বদরগঞ্জ প্লাটফরম, ননী গোপালের মোড়, সিও বাজার মোড়, ১৩ নম্বর রেলগেট এলাকায় কাকডাকা ভোরে এদের দেখা মেলে। গোপিনাথপুরের ফিরোজা জানান, ইটভাটায় কাজ করেই সংসার চলে। যেখানে একজন পুরুষ দৈনিক ২৫০-৩০০ টাকা পান, সেখানে নারীদের দেওয়া হয় ১২০-১৪০ টাকা। অভাবের তাড়নায় এরপরও বাধ্য হয়ে কাজ করতে হয়। বুটিক হাউসে কাজ করা রেহেনা ও রাশেদা জানান, বুটিক হাউসের মালিক আমাদের কম মজুরি দেন তবুও কাজ করি। কী করবো? বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক জানান, পুরুষ ও নারী শ্রমিকের মজুরি বৈষম্য অবশ্যই দূর হওয়া উচিত। কারণ পুরুষের তুলনায় নারীরা কোনো অংশে কম কাজ করেন না।

সর্বশেষ খবর