রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

আমতলীতে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন সংকট

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলায় ডায়েরিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে। গত এক সপ্তাহে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। তবে বিভিন্ন গ্রামে তিন শতাধিকের বেশি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। হাসপাতালে কলেরা, খাবার স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ইনজেকশনের সঙ্কট থাকায় রোগীর স্বজনদের বাইরে থেকে উচ্চমূল্যে কিনতে হচ্ছে। আবাসিক মেডিকেল অফিসার শাহাদাত হোসেন বলেন, আবহাওয়াজনিত, অপরিষ্কার, অপরিছন্ন খাবার ও পুষ্টিহীনতার কারণে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. শংকর প্রসাধ অধিকারী বলেন, পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। 

সর্বশেষ খবর