রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

সাভারে শ্রমিকের মৃত্যু ৩ ঘণ্টা সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি

সাভারে এক টেক্সটাইল মিলে অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ার অভিযোগ তুলে তার মৃত্যুর পর ঢাকা-আরিচা মহাসড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। সাভার শিল্প পুলিশের পরিদর্শক হারুন উর রশিদ জানান, পরে কারখানা কর্তৃপক্ষ সাড়ে চার লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চাইলে তারা অবরোধ তুলে নেন। নিহত রাশেদুল ইসলাম (২৭) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার জায়গীর গ্রামের মঞ্জুর মুন্সীর ছেলে। তিনি উলাইল এলাকায় সপরিবার ভাড়া থেকে একটি কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। রাশেদের সহকর্মী মাজেদা জানান, শনিবার দুপুরে রাশেদুল কাজ করতে বসলে কিছুক্ষণ পর তার মাথা ব্যথা ও বমি হয়। তাকে কারখানার চিকিৎসক ওষুধ দেন। এর পরও তার শরীর ঠিক না হওয়ায় তিনি হাসপাতালে যাওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চান। কিন্তু তিনি ছুটি পাননি। এরপর বিকালে কারখানার ভেতরেই তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর