বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

১৫ ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিস, ভিসি ও ট্রেজারারের গাড়ি, ভবনের বিভিন্ন দরজা জানালার কাঁচ ভাঙচুর করার ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রফিকুল ইসলাম বুধবার জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ ছাত্রলীগ নেতা-কর্মীর নামোল্লেখ এবং অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। তাদের বেশিরভাগই ছাত্রলীগ নেতা-কর্মী। আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি বাধন, সহ-সভাপতি নওয়াজীস খান তারিক, সাধারণ সম্পাদক মীর ওবায়দুর রহমান শাওন ও যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আনসারীও রয়েছেন।

এজাহারে বাদি উল্লেখ করেন, আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড, ইত্যাদি দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে ঢুকে। তারা ভিসি ও শিক্ষকদের হত্যার উদ্দেশ্যে প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে ভবনের দ্বিতীয় ও নিচতলায় হামলা চালিয়ে ভিসি, রেজিস্ট্রার ও ট্রেজারারের অফিস এবং দরজা জানালার কাঁচ ভাঙচুর করে। তারা ভিসির গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে।

সর্বশেষ খবর