শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

মাওনায় সামান্য বৃষ্টিতেই জলজট

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (মাওনা চৌরাস্তায়) অল্প বৃষ্টিতে পানি জমে যাওয়ায় ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগের শিকার হন। তাছাড়া কাঁচা বাজারের পাশ দিয়ে যাওয়া মাওনা-টেপিরবাড়ি সড়কে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাওনা চৌরাস্তা অন্যতম কাঁচাবাজার। এ বাজারের রাস্তার মাঝখান দিয়ে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। তখন ক্রেতা আসতে না পারায় ব্যবসায়ীদের গুনতে হয় লোকসান। শ্রীপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম বলেন, ‘মাওনা চৌরাস্তা ও মাওনা কাঁচাবাজার এলাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এ কাজ তারাই করবেন।’

গাজীপুর সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী গাউসুল হাসান মারুফ বলেন, ‘স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক কিছুদিন আগে এলাকা পরিদর্শন করেছেন। আগামী ছয় মাসের মধ্যে দুই কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেন তৈরি করা হবে। তখন আর এমন ভোগান্তি থাকবে না।’

সর্বশেষ খবর