শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি টাকা আত্মসাত

টাঙ্গাইল প্রতিনিধি

বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের বিরুদ্ধে কাশিল পাঁচ একর জমি দখল ও ভুয়া প্রকল্প দেখিয়ে জমির ওপর এক কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা লোন তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে জমির মালিকদের ওপর। সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। এ ঘটনায় আদালতে মামলাও হয়েছে।

লিখিত বক্তব্য পাঠ করেন কায়েদী আজম। তিনি বলেন, বাসাইল উপজেলার বাথুলী সাদী পিচুরী গ্রামের জাহাঙ্গীর আলমসহ তারা ছয় ভাই তাদের পাঁচ একর জমিতে মাছ চাষ করার জন্য বিভিন্ন দফতরে ঘোরাঘুরি করতে থাকেন। এ সময় কাজী শহিদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জমি ঘুরে দেখে ধান চাষ বাদ দিয়ে এখানে প্রজেক্ট ও মত্স্য হ্যাচারি করার প্রলোভন দেখান। পরে শহিদুল ইসলাম ওই জমিতে ‘কাশিল এগ্রো কোম্পানী লিমিটেড’ নামে একটি প্রজেক্টের কাগজপত্র তৈরি করে ‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ’ থেকে এক কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম, মন্টু মিয়া, হেনা বানু, শাহনাজ পারভীন, সুফিয়া বেগম ও শামছুন্নাহার পারভীন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর