শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন- ভ্যান চালক মো. খোকন ও আরিফুল ইসলাম। শুক্রবার সকালে মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আন্ধারমানিকে শ্রমিকের লাশ

পটুয়াখালীর কলাপাড়ায় অন্ধারমানিক নদী থেকে শাহজাহান প্রধান (৪৫) নামের এক ড্রেজার শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকার নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শাহজান মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালিয়াকান্দী ইউনিয়নের আড়ালীয়া গ্রামের রখমত আলীর ছেলে।

—কলাপাড়া প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে কৃষক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুত্স্পৃষ্টে ফালু মিয়া (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। তার বাড়ি কটিয়াদীর দশপাখি গ্রামে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পার্শ্ববর্তী জালালপুর গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে আম পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় গাছের ওপরে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি।

—কিশোরগঞ্জ প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুরের মস্তফাপুরে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় অর্ধশত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা নাহিদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় ব্রীজ এলাকার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র জমি দখল করে কুমার নদের পাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল।

—মাদারীপুর প্রতিনিধি

বিনামূল্যে  চিকিৎসা

বগুড়ার সান্তাহার উপজেলার বিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল দিনব্যাপী অসুস্থ ২৫০ মুক্তিযোদ্ধাসহ সহস াধিক দুস্থ ও গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাসনা-হায়দার নামে এই ক্যাম্পের আয়োজন করেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান লাইজু। উদ্বোধন করেন ইউএনও সাদেকুর রহমান। মুক্তিযোদ্ধা আনছার আলী সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ডা. সামির হোসেন মিশু, আদমদীঘি থানার ওসি এএসএম ওয়াহেদুজ্জামান, সাংবাদিক আমজাদ হোসেন মিন্টু, তৌফিক হাসান ময়না, আওয়ামী লীগ নেতা ডিএম দুলাল, কৃষকলীগ নেতা হারুনুর রশিদ সোহেল, যুবলীগ নেতা প্রদীপ ভৌমিক, আসলাম সিকদার প্রমুখ।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কম্পিউটার সামগ্রী বিতরণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি সেবা কেন্দে  ব্যক্তিগত তহবিল থেকে কম্পিউটার সামগ্রী বিতরণ করেছেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। শুক্রবার দুপুরে তালমা ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে প্রতিষ্ঠান প্রধানদের হাতে কম্পিউটারসামগ্রী তুলে দেওয়া হয়। জেলা পরিষদ সদস্য কামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালমা নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী, ভবেশ কুমার বিশ্বাস প্রমুখ। —ফরিদপুর প্রতিনিধি

জয়দেবপুরে ৭ দিনে গ্রেফতার ৯২

গাজীপুরের জয়দেবপুর থানায় গত সাত দিনে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ৯২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।

—গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর