শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা
গাজীপুর সিটি নির্বাচন

আধুনিক ওয়ার্ড গড়ার অঙ্গীকার

আফজাল, টঙ্গী (গাজীপুর)

অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনকে কেন্দ  করে কৌশলে মাঠ চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। প্রতিটি ওয়ার্ডের প্রার্থীরা আধুনিক ও সন্ত্রাসমুক্ত নগর গড়ার অঙ্গীকার করার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন কেড়ে নিচ্ছেন।  ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম, সোলায়মান হায়দার, কামাল হোসেন, বিএনপি সমর্থিত আতাউর রহমান আতিক যার যার অবস্থান থেকে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান এবং নির্বাচিত হলে আধুনিক ও সন্ত্রাসমুক্ত নগর গড়ার আশ্বাস দেন। এই ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় বিএনপি প্রার্থী আতিক এগিয়ে রয়েছেন বলে ভোটাররা মনে করেন। ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন, নাছির মোল্লা, শেখ মো. আলেক এই তিন প্রার্থীই মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচিত হলে আধুনিক ও সন্ত্রাসমুক্ত নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সোচ্চার। নির্বাচিত হলে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ‘গতবারের চেয়ে এবার আমার অবস্থান ভাল। বিপুল ভোটের ব্যবধানে আমার লাঠিম মার্কার বিজয় হবে।’ ৫৫ নম্বর ওয়ার্ডে  কাউন্সিলর প্রার্থী মো. সেলিম হোসেন, আবুল হাসেম, এলু মিয়া, বদিউজ্জামান, দেলোয়ার হোসেন তারা নির্বাচিত হলে আধুনিক ওয়ার্ড গড়ার কথা বলেন। ৫৬ নম্বর কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন, শাহ আলম, মফিজ মিয়া, আমান গাজী। এই ওয়ার্ডে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর আবুল হোসেন। তিনি বলেন, আমার ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ করেছি। অনেক কাজ চলমান। ফলে আমার অবস্থান ভাল। ইনশাল্লাহ ঘুড়ি মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে। ৫৭ নম্বর কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন সরকার, আজাহার উদ্দিন, নজরুল ইসলাম, সুরুজ মাস্টার, কাজী সেলিম। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করে চলছেন। এই ওয়ার্ডে গিয়াস সরকার ও আজাহারের সঙ্গে লড়াই হবে। তবে জনপ্রিয়তায় গিয়াস সরকার এগিয়ে রয়েছেন বলে তার সমর্থকরা মনে করেন। গিয়াস সরকার বলেন—‘আমার ওয়ার্ডে রাস্তাঘাট, সোলার বাতি, পানির লাইনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক কাজ চলমান রয়েছে। গতবারের চেয়ে এবারও বিপুল ভোটের ব্যবধানে আমার টিফিন ক্যারিয়ার মার্কার বিজয় হবে। আজাহার বলেন, আলহামদু লিল্লাহ এবার আমার অবস্থান অনেক ভাল, আমার মিষ্টি কুমড়ার বিজয় নিশ্চিত।

সর্বশেষ খবর