শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

৮ বছরেও জমির দখল পায়নি ভূমিহীন পরিবার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে দীর্ঘ আট বছরেও সরকারি বন্দোবস্তকৃত জমির দখল পায়নি এক ভূমিহীন পরিবার। জমির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে অসহায় পরিবারটি। লিখিত আবেদনে ভুক্তভোগী মাহতাব মুন্সি উল্লেখ করেন, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি ১৫ শতক খাস জমি আমি ও আমার স্ত্রী সকিনা বেগমের নামে সরকার বন্দোবস্ত দেয়। ওই সম্পত্তি এলাকার প্রভাবশালীরা দখলে নিয়ে আমাদের বঞ্চিত করে আসছে।

জমির দখল পেতে উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন দফতরে আবেদন করেও প্রতিকার মেলেনি। মোল্লাহাট ভূমি অফিসের সার্ভেয়ার অমল বাবু জানান, স্থানীয় এক ব্যক্তি সরকারি সম্পত্তি দখল করে পাকা স্থাপনা গড়ে তুলেছে। এ কারণে প্রকৃত ভূমিহীনদের জমি বন্দোবস্ত দিতে বিলম্ব হচ্ছে। মৌখিকভাবে ওই জমি ছেড়ে দিতে বলেছি। দখল না ছাড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর