সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

দুই মাস ধরে বন্ধ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

জাতীয় গ্রিডে ঘাটতি ২২৫ মেগাওয়াট

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সয়দাবাদে ২২৫ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তেল-গ্যাস সংকটে দুই মাস ধরে বন্ধ। এতে জাতীয় গ্রিডে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া একই স্থানে থাকা আরেকটি ২২৫ মেগাওয়াটের কেন্দ্রেও গ্যাস সরবরাহ না থাকায় বিকল্প হিসেবে তেল দিয়ে উৎপাদন চালু রেখেছে। একটি কেন্দ্র জ্বালানি সংকটের কারণে ইতিমধ্যে বন্ধ, অন্যটিও বন্ধ হলে জাতীয় গ্রিডে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দেবে।  নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্লান্ট ম্যানেজার হারুন অর রশীদ জানান, ২০১৫ সাল থেকে গ্যাস দিয়ে দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু ছিল। গত মার্চ মাসে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। কেন্দ্র দুটি ডুয়েল-ফুয়েল হওয়ায় বিকল্প হিসেবে ডিজেল দিয়ে চালানোর সিদ্ধান্ত হয়। কিন্তু দুটি প্লান্ট চালু রাখতে গড়ে প্রতিদিন ২২ লাখ লিটার তেল প্রয়োজন। বিপিসি এতো তেল সরবরাহ করতে রাজি না হওয়ায় একটি বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে একটি  কেন্দ্র বন্ধ থাকায় উত্তরাঞ্চলে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তেলের সংকট নেই। তবে পরিবহনে সমস্যা থাকায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি পর্যাপ্ত তেল নিতে পারছে না। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান খান জানান, সরকারি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিদেশ থেকে এলএনজি আমদানির পর বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংযোগ চালু করা হবে বলে জানান এই কর্মকর্তা। জানা যায়, বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির আওতায় সিরাজগঞ্জের সয়দাবাদে ডুয়েল-ফুয়েল ১১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। এরমধ্যে দুটির নির্মাণ কাজ চলমান। ২০১৫ সালে গ্যাস ব্যবহার করে অন্য দুটি কেন্দ্র উৎপাদনে যাওয়ায় ৪৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হয়। চলতি বছরের মার্চের শেষ দিকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় ২২৫ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ  বন্ধ হয়ে যায়। অন্যটি ডিজেল দিয়ে কোনোভাবে চলছে। দুটো কেন্দ্রই বন্ধ হলে রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

সর্বশেষ খবর