সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

আরও ১৯৫ জন আটক

প্রতিদিন ডেস্ক

আরও ১৯৫ জন আটক

আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় আটক হয়েছেন আরও ১৯৫ জন। প্রতিনিধিদের খবর— দিনাজপুর : বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৭ জনকে আটক ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত বাসন্তী রায় জানান, আটকদের মধ্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারী ৩১ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টসহ ৪৬ জন রয়েছেন। তাদের কাছে পাওয়া গেছে ফেনসিডিল, ইয়াবা, চোলাই মদ, গাজা, হেরোইন। ঝিনাইদহ : ঝিনাইদহে ১২ মাদক ব্যবসায়ীসহ আটক হয়েছেন ৫৩ জন। সদর, শৈলকুপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে এদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় বেশকিছু মাদকদ্রব্য। নোয়াখালী : জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৬ মাদক ব্যবাসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা, এক কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও মদ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। টাঙ্গাইল : মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী সওদাগর পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে সাতজনকে। তাদের বাড়ি পুষ্টকামুরী সওদাগরপাড়ায়। গ্রেফতারদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নীলফামারী : সৈয়দপুরে সাতজনকে আটক করেছে র‌্যাব। তাদের অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে গতকাল সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট : বাগেরহাটে আটক হয়েছেন চয়জন। জেলার চারটি উপজেলায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৯৫ পিস ইয়াবা ও গাঁজা। বাগেরহাট পুলিশ সুপার জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা হয়েছে। ঝালকাঠি : জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে ছয়জনকে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ইয়াবা ট্যাবলেট ও গাঁজ । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। পিরোজপুর : জেলায় মাদকবিরোধী অভিযানে ১২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া নেছারাবাদ উপজেলার সোহগদল গ্রামের সন্ধ্যা নদীর পাড় একজনকে করেছে র‌্যাব। তার দেহ তল্লাশি করে ৫০২ পিস ইয়াবা পাওয়া যায়। ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে আটক হয়েছেন চারজন। গতকাল তাদের হাজতে পাঠানো হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার, সাতক্ষীরার কলাপাড়ায় দুজন করে এবং বরগুনা, খাগড়াছড়ি ও ময়মনসিংহের ভালুকায় আটক হয়েছেন একজন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর