সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

‘অপচিকিৎসায়’ প্রাণ গেল কিশোরের

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ‘অপচিকিৎসায়’ নয়ন (১৪) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। সদর উপজেলার বারাদীতে শনিবার এ ঘটনা ঘটে। নয়ন ওই উপজেলার রাজনগর ঘোড়াপাড়ার মোমিনুল ইসলামের ছেলে। জানা যায়, নয়ন দীর্ঘদিন পেটের রোগে ভুগছিলেন। গত শুক্রবার রাতে ব্যথা বেড়ে যায়। শনিবার সকালে তাকে বারাদী বাজারের সেকমো চিকিৎসক মোমিনুর রহমানের কাছে নেওয়া হয়। সেকমো মোমিনুর রহমান গ্যাস্ট্রিকের সমস্যা বলে নয়নের শরীরে স্যালাইন পুশ করে। পাশাপাশি ভিসেট ও রেনিডিন নামের চারটি ইনজেকশন দেন। তাত্ক্ষণিকভাবে রোগী সুস্থ হলে তাকে বাড়ি পাঠানো হয়। দুপুরে নয়নের পাতলা পায়খানা শুরু হয়। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে আবারও সেকমো মোমিনুরের চেম্বারে তিনি রোগীকে মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে পাঠান। সেখানে নিলে চিবিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত মোমিনুর বলেন, ‘নয়ন তার পুরাতন রোগী। সে অসুস্থ হলে এভাবেই সুস্থ করি তুলি।’

মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক বলেন, ‘কোনো সেকমো চিকিৎসক নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। মোমিনুরের অপচিকিৎসায় রোগীর মৃত্যু হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর