সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

বালু মহাল নিয়ে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ প্রতিনিধি

বালু মহালের আধিপত্য নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। গত ২৩ মে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন বালু উত্তোলনে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে বালু মহালের ইজারাদার বিল্লাল হোসেন এখলাছের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর চাঁদা দাবির লিখিত অভিযোগ করেন। এর প্রতিবাদে গতকাল সকালে উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান ও যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন বিক্ষোভরত ছাত্রলীগ নেতা-কর্মীর ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে রাবার বুলেট ছুড়ে।

সংঘর্ষের সময় পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার, ওসি (তদন্ত) সারোয়ার জাহান, এসআই আসাদুজ্জামান, কনস্টেবল হৃদয় খান, মামুন তালুকদার ও দিদারুল আলম আহত হন। কনস্টেবল হৃদয় খানকে পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াছিন নামে এক যুবককে আটক করেছে। এ ব্যাপারে উভয় পক্ষ পরস্পরকে দায়ী করে বিচার দাবি করেছেন। পাকুন্দিয়া থানার ওসি জানান, বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ খবর