সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

৮৩ খাল-নদী খনন শুরু

বাগেরহাট প্রতিনিধি

মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলে সংযোগ ৮৩টি খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মুন্সির খাল খননের মধ্যে দিয়ে শুরু এ খনন কার্যক্রম। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ৫৫০ কোটি টাকার চুক্তিমূল্যে খনন কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জয় গ্রুপ’। কাজ সার্বক্ষণিক তদারকিতে থাকছে নৌবাহিনী। খাল খনন প্রকেল্পের পরিচালক (পিডি) আবুল হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান তিন বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করবে। প্রথমে মুন্সির খাল খনন করা হচ্ছে। এরপর ধারাবাহিকভাবে অন্য খালগুলি খনন করবে তারা। জয় গ্রুপের পরিচালক মফিজুর রহমান জানান, খালগুলো যাতে কোনো বাধা-বিপত্তি ছাড়া দ্রুততম সময়ের মধ্যে খনন করা যায় সে জন্য তিনি নৌবাহিনী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর