সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

‘প্রতিবন্ধী স্বাবলম্বীরা অন্যদের জন্য অনুকরণীয়’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার স্বাবলম্বী দৃষ্টিপ্রতিবন্ধীদের সম্মানে ইফতারের আয়োজন করে দেশের প্রাচীন সংবাদপত্র আমোদ-এর পাঠক সংগঠন ‘আমোদ পাঠক  ফোরাম।’ শনিবার সন্ধ্যায় কুমিল্লা টমছম ব্রিজ সুরমা রেস্তোরাঁয় এ আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে  ইফতার আয়োজনে বক্তৃতা করেন দৃষ্টি প্রতিবন্ধী অ্যাডভোকেট সুলতান, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন চৌধুরী ও রূপালী ব্যাংকের কর্মকর্তা আবু নাইম মামুন। তারা তাদের বক্তব্য তুলে ধরেন কিভাবে তারা প্রতিকূলতাকে মোকাবিলা করে স্বাবলম্বী হয়েছেন। তাদের বক্তব্য শুনে অন্য বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী স্বাবলম্বীরা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন। পাঠক ফোরামের উপদেষ্টাদের মধ্যে বক্তৃতা করেন নাটাব কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, লেখক আবদুল আউয়াল হেনা ও ব্র্যাক ব্যাংক কর্মকর্তা খোরশেদ আলম মোল্লা। বক্তৃতা করেন এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুছা, রাইজিং জার্নালিস্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, পাঠক ফোরামের সদস্যসচিব জয়নাল আবেদিন রনি ও রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আলাউদ্দিন আজাদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।

সর্বশেষ খবর