সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় মত্স্য ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে গতকাল দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন— রমজান আলী ও রফিকুল ইসলাম। জানা যায়, মত্স্য ভবনের সেপটিক ট্যাংকের নির্মাণ কাজের সময় বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিক মারা যান। সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর থানায় রাখা হয়েছে। —খাগড়াছড়ি প্রতিনিধি

গাছের সঙ্গে শত্রুতা

ফরিদপুরের মধুখালীতে কৃষক রবিউল শেখের শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় খেতে থাকা মরিচের চারারও ব্যাপক ক্ষতি করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। —ফরিদপুর প্রতিনিধি

মতবিনিময়

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আব্দুল ওদুদ এমপি। রবিবার নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আবদুল ওদুদ এমপি সদর উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজ এবং বাস্তবায়নাধীন কাজের ফিরিস্তি তুলে ধরেন।

—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বজ্রপাতে পুড়ল ৪ গরু

বজ্রপাতের আগুনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৬টি ঘর ও ৪টি গরু পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। রবিবার ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঝলঝলি এলাকার বশির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

—পঞ্চগড় প্রতিনিধি

হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষ

বরিশালের আগৈলঝাড়ায় হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। রবিবার আগৈলঝাড়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলো- রীনা, লিপি, লাকী. পায়েল, দোয়েল ও ঝিলমিল হিজড়া। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের হিলিতে পুকুরের পানিতে ডুবে নোমান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গুচ্ছ গ্রামের এ ঘটনা ঘটেছে। নোমান ওই গ্রামের গোলাম জাকারিয়ার ছেলে।

—দিনাজপুর প্রতিনিধি

জরিমানা

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির দায়ে নওয়াব আলী শেখ নামের এক মাংস বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করায়। —বাগেরহাট প্রতিনিধি

বসতবাড়িতে হামলা লুট

ভালুকায় বাটাজোর হারিশ্বর গ্রামে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিম আফিকুল ইসলাম তালুকদার বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার ইসমাঈল হোসেনের ছেলে ইয়াসিন ও রিপন, তাদের চাচা জলিল, চাচাতো ভাই তজিবর রহমান শুক্রবার রাতে আফিকুল ইসলাম তালুকদারের বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় আফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

— ভালুকা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর