বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা
সৈয়দপুর রেলওয়ে

ঈদে প্রস্তুত হচ্ছে ৯০ কোচ

বাড়তি সুবিধা পাবে ঘরমুখো যাত্রীরা

নীলফামারী প্রতিনিধি

ঈদকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিক কর্মচারী আর কর্মকর্তারা। ঈদে ঘরমুখো মানুষের বাড়তি সুবিধা দিতে ৯০টি কোচ মেরামত করা হচ্ছে কারখানাটিতে।

কারখানার শীর্ষ কর্মকর্তা বলছেন, ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার আগেই মেরামত হওয়া কোচগুলো হস্তান্তর করা হবে রেলওয়ের সংশ্লিষ্ট দফতরে। মেরামত হওয়া কোচগুলো দেশের বিভিন্ন রুটে যুক্ত হয়ে অতিরিক্ত যাত্রী বহনে বাড়তি সুবিধা দেবে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই-খুদা জানান, এ পর্যন্ত ৫৫টি বগি রেলওয়ের পাকশি ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। মেরামত শেষে অবশিষ্ট বগি আগামী ১২ জুনের মধ্যে হস্তান্তর সম্পন্ন হবে। ওই ৯০ বগি রেলবহরে যুক্ত হলে ৫০ হাজার অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে। তিনি বলেন, ৯০টি যাত্রীবাহী বগির মধ্যে ব্রডগেজ ৫৯টি এবং মিটার গেজ ৩১টি। দ্রুত কাজ শেষ করতে দৈনিক কর্মঘণ্টার সঙ্গে অতিরিক্ত শ্রম দিচ্ছেন শ্রমিক ও প্রকৌশলীরা। সুষ্ঠুভাবে যাত্রীসেবা নিশ্চিত করতে ঈদ উপলক্ষে চালু হবে ২টি বিশেষ ট্রেন। ঈদের পাঁচদিন আগে থেকে টানা ১২ দিন চলবে ওই বিশেষ ট্রেন। পুরনো জরাজীর্ণ ৯০টি বগি মেরামত কাজ শুরু হয়েছে কারখানায়। এসব বগি দিয়ে দিনাজপুরের পার্বতীপুর ও রাজশাহী থেকে ঢাকা রুটে ঈদের আগে ও পরে দুটি বিশেষ ট্রেন চালু হবে। অবশিষ্ট বগি যুক্ত হবে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের সঙ্গে। মেরামত শেষে এসব বগি যুক্ত হবে পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্ত:নগর ট্রেন সার্ভিসে। উল্লেখ্য, দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২৮টি উপকারখানা (শপ) রয়েছে। ওই কারখানায় পুরানো বগি মেরামতসহ ১২০ রকমের যন্ত্রাংশ তৈরি করা হয়। কারখানাটিতে গত পাঁচ বছরে প্রায় ৭০০ বগি মেরামত করা হয়েছে। কারখানার যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগে ৩ হাজার ১৭১ জন শ্রমিকের প্রয়োজন হলেও দুই বিভাগে রয়েছে অর্ধেকেরও কম।

সর্বশেষ খবর