বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ক্যাম্পাস থেকে গুলি উদ্ধার

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাটির নিচ থেকে ৮১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল নবনির্মিত আইটি ট্রেনিং সেন্টারের রাস্তা নির্মাণ কাজের সময় মাটি খননকালে এই গুলি উদ্ধার হয়। এ নিয়ে গত দু’দিনে ডুমুরিয়া থানা ও খানজাহান আলী থানা পুলিশ মোট ৮৯০ রাউন্ড গুলি ও একটি গ্রেনেট উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দা বয়োবৃদ্ধ আ. গফুর বলেন, ১৯৭১ সালে ওই স্থানে খান সেনাদের ক্যাম্প ও ইটের স্তূপ ছিল। তাদের ফেলে যাওয়া গুলি হয়তো মাটি খননকালে বেরিয়ে আসছে।

—নিজস্ব প্রতিবেদক, খুলনা

অয়েল রিফাইনারি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অয়েল রিফাইনারি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে ডেমরা ও আদমজী ইপিজেডের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

জেলা পরিষদ সদস্য গ্রেফতার

সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলায় জয়পুরহাট জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে উপজেলার ধলাহার ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দীন তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। —জয়পুরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর