বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়কে ঝরল আট প্রাণ

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়কে ঝরল আট প্রাণ। এর মধ্যে দুই শিশু ও এক পুলিশ সদস্য রয়েছেন। গতকাল বিভিন্ন সময় এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর—

ময়মনসিংহ : নগরীর বাইপাস এলাকায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম (৩০) এবং চালক আবুল হাশেম (২৮)। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। বুধবার সকালে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওসি মাহমুদুল ইসলাম। তিনি বলেন, ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল সাইফুল ইসলাম এবং সিএনজি চালক আবুল হাশেম নিহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। জামালপুর : জামালপুর-ময়মনসিংহ সড়কের ছনকান্দায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়া : বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। শেরপুর যাত্রীবাহী বাস চাপায় প্রাইভেটকার চালক সাইফুল ইসলামের (৩৬) এবং ধুনট উপজেলায় ভটভটির চাপায় শান্ত ইসলাম (৪) নামের শিশুর মৃত্যু হয়। নিহত সাইফুল পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদরের মৃত তবিবুর রহমানের ছেলে এবং শিশু শান্ত ধুনট উপজেলার সুলতানহাটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আখতারুজ্জামান নামে ট্রলির হেলপার নিহত হয়েছে। দাউদকান্দি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির সরকারপুর নামক স্থানে বুধবার সকালে প্রাইভেটকার চাপায় ময়না নামে এক পথচারী নিহত হয়েছেন।

সর্বশেষ খবর