মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু পরিবারের মধ্যমণি ছিলেন শেখ রাসেল : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন বঙ্গবন্ধু পরিবারের মধ্যমণি ছিলেন শেখ রাসেল। বঙ্গবন্ধু পরিবার ও তার আদরের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে ভোলার চরফ্যাশনে শেখ রাসেল শিশু বিনোদন পার্ক গড়ে তোলা হয়েছে। শেখ রাসেল ছিল চঞ্চল প্রকৃতির, সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেন। কারাগারে ‘রোজ নামচা’ বইতে বঙ্গবন্ধু তুলে ধরেছিলেন তার প্রিয় শেখ রাসেলকে নিয়ে অনেক কথা। তিনি ঈদের দিন ভোলার চরফ্যাশন শহরের প্রাণকেন্দ্র ফ্যাশন স্কয়ারের পাশে শেখ রাসেল শিশু বিনোদন পার্কের উদ্বোধন শেষে পর্যটক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তার পরিবারের আদরের সন্তান শেখ রাসেলের নামে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমোদন নিয়ে এই পার্কের নামকরণ করা হয়েছে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক। আন্তর্জাতিকমানের এই বিনোদন পার্কে রয়েছে দৃষ্টিনন্দন আধুনিক রাইড। বিনোদনে ছোট বড়দের জন্য রয়েছে মিনি শাটল ট্রেন, প্রকৃতি ও কৃত্রিম প্রাণীর আর্টিফিশিয়াল শিল্প কর্ম এবং দেশের সেরা প্রযুক্তির এ্যানিশেন শো নাইন ডি মুভি।

সর্বশেষ খবর