মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

বেহাল সড়কে দুর্ভোগ

লালমনিরহাট প্রতিনিধি

সদর উপজেলার মহেন্দ নগর-মোস্তফিরহাট, লালমনিরহাট-দৈখাওয়া, কুলাঘাট-বড়বাড়ি জিসি ভায়া সড়কটির ৩টির শ্রেণি পরিবর্তনের গেজেট না হওয়ায় সংস্কার কাজও হচ্ছে না। এই ৩টি সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছ থেকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে হস্তান্তর প্রক্রিয়া আটকে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা সড়কটিতে বৃষ্টির পানি জমে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

লালমনিরহাট সওজ বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মহেন্দ নগর-মোস্তফিরহাট ৫ দশমিক ৫৩ কিলোমিটার, লালমনিরহাট-দৈখাওয়া ৪০ দশমিক ৪১ কিলোমিটার, কুলাঘাট-বড়বাড়ি ৭ কিলোমিটার এই তিনটি রাস্তা সওজের অধীনে এলে বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট-মহেন্দ নগর-মোস্তফিরহাট-রংপুর পর্যন্ত ১২৯ কিলোমিটার মহাসড়ক ‘সাসেক-টু’ প্রকল্পের আওতায় চার লেন নির্মাণ করা হবে। ৫ মে সাসেক-টু প্রকল্পের (এলেঙ্গা থেকে রংপুর) প্রকল্প পরিচালকসহ একটি প্রতিনিধি দল রংপুর মডার্ন মোড় থেকে কাউনিয়া-মোস্তফিরহাট-মহেন্দ নগর-লালমনিরহাট-হাতীবান্ধা-বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত পরিদর্শনও করেছে। কিন্তু পরিকল্পনা কমিশন থেকে গেজেট না হওয়ায় তা আটকে আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর