মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

তীর রক্ষা বাঁধ না থাকায় হুমকির মুখে সেতু!

লালমনিরহাট প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের সদর উপজেলার মধ্যবর্তী স্থানে নবনির্মিত শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতুর সঙ্গে সংযোগ সড়কটিতে ধরলার তীর রক্ষা বাঁধ না থাকায় আসন্ন বন্যায় ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সড়কটি ভেঙে গেলে আবারো লালমনিরহাট ও কুড়িগ্রামের ১০ লড়্গাধিক মানুষ দুর্ভোগে পড়ার আশংকা দেখা দিয়েছে। তবে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তারা মোঘলহাট থেকে বড় বাশোরীয়া পর্যন্ত  প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার ধরলার তীর রক্ষা বাঁধের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর চিঠি পাঠিয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতুটি বর্তমানে ঝুঁকিতে রয়েছে স্বীকার করে বলেন, ধরলার তীর রক্ষা বাঁধের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পত্র পাঠিয়েছে। বরাদ্দ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর