মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ট্যাংকির নিচে চাপা পড়ে মৃত্যু

বরিশাল নগরীর সোনালী আইসক্রিম মোড়  এলাকায় পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মো. দোলন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে দুর্ঘটনায় নিহত দোলন ওই এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে।—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 

তুলার দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আগুন লেগে একটি তুলার দোকান পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক দাবি করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে অষ্টগ্রাম বাজারের ব্যবসায়ী আশরাফ মিয়ার তুলার দোকানে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।

—কিশোরগঞ্জ প্রতিনিধি

 

আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া কসবায় গত রবিবার বিকালে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাজু মিয়া (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে বাম হাতের কব্জি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। রাজু মিয়া কুটি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের রানীয়ারা গ্রামের মৃত সাহেব আলীর পুত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। —কসবা প্রতিনিধি

 

সাংবাদিক ছেলেকে হত্যা চেষ্টা

মাদারীপুরের কালকিনি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের কালকিনি প্রতিনিধি মিজানুর রহমানের ছেলে মাদ্রাসা ছাত্র আবদুল্লাহকে (১৭) হত্যা চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। এ সময় একটি বসতঘরে অগ্নিসংযোগও করা হয়। শনিবার রাতে কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর এলাকার পূর্ব বনগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।—কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

 

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক উদ্বোধন

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় নতুন সাজে সজ্জিত এ পার্কটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন। ২০০৮ সালে জেলা প্রশাসক চত্বরে এ শিশু পার্ক স্থাপন করা হলেও পরিচর্চার অভাবে তা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। জেলার শিশু ও পৌরবাসীর দাবির মুখে এটি সংস্কারের প্রতিশ্রুতি দেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম। এরপর পৌরসভার কাছে হস্তান্তর করা হলে এটি সংস্কার করা হয়। এ পার্কে রয়েছে দোলনা, স্লিপার, বাঘ-ভল্লুক, হাতি, হরিণ, উট, ডাইনোসরসহ ১৪টি ভাস্কর্য।—মানিকগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর