মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে নৌকাডুবিতে প্রাণ গেল চার শিশুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে-পাবনার ভাঙ্গুরা থানার নুরনগর গ্রামের মজিবুর রহমানের মেয়ে মিম (১০) ও ছেলে সোহাগ (৭), টাঙ্গাইলের ঘাটাইল থানার কাঠতলা গ্রামের সাইফুলের  মেয়ে সাদিয়া (১০) ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতরা এলাকার খোকনের মেয়ে পারভীন (১২)। তারা গাজীপুর সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের দক্ষিণ হরিণাচালা এলাকার বাসিন্দা। নিহতের অভিভাবকরা ওই এলাকায় বসবাস করে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শনিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন ও এলাকাবাসী জানায়, ঈদের আনন্দ করার জন্য ৯ জন শিশু একটি নৌকা নিয়ে বিকাল সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী বিলে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকাটি বিলের মাঝে গেলে জমির সীমানা পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাটির সামনের অংশ  ভেঙে যায়। পরে নৌকাটি ডুবে গেলে তিন শিশু ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশুর মত্যু হয়। তখন অন্য ৫ শিশু বিলের পানির মধ্যে বাঁশের একটি খুঁটি ধরে চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। জয়দেবপুর থানা পুলিশ জানায়, স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর