বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

পানিবন্দী দুই হাজার পরিবার

♦ ভেসে গেছে খামারের মাছ ♦ দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক

বাগেরহাট প্রতিনিধি

পানিবন্দী দুই হাজার পরিবার

মোরেলগঞ্জে পানিবন্দী একটি কমিউনিটি ক্লিনিক —বাংলাদেশ প্রতিদিন

অতিবৃষ্টি ও মৌসুমি বায়ুর প্রভাবে বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ উপজেলার দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাগেরহাট-রূপসা পুরনো সড়কের বাগেরহাট সদরের মুচিঘাট এলাকায় ভৈরব নদীতে দেখা দিয়েছে ভাঙন। ইতিমধ্যে সড়কটির অর্ধেকেরও বেশি বিলীন হয়ে গেছে। ভেসে গেছে পুকুরসহ শতাধিক মৎস্য খামার। স্থানীয় যাত্রাপুর ইউপি চেয়ারম্যান জানান, ভাঙনের ভয়াবহতা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সড়ক ও জনপদ বিভাগের গুরুত্বপূর্ণ সড়কটি ভাঙনের কবলে পড়ে অর্ধেকেও বেশি নদীতে চলে গেছে। সড়কটি উঁচু করে নির্মাণ না করায় জোয়ারের সময় উপচে পড়া পানিতে যাত্রাপুর ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হচ্ছে। তিনি দ্রুত টেকসই বাঁধসহ সড়কটি উঁচু করে নির্মাণের দাবি জানান। সদরের বেমতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হেসেন টগর জানান, দড়াটানা নদীর জোয়ারের পানিতে বিষ্ণুপর, কলাবাড়ীয়া, বেমতাসহ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে পুকুরসহ অসংখ্য মাছের খামার। মোরেলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক বলেন, ‘মোরেলগঞ্জ সদরে শহর রক্ষাবাঁধ না থাকায় জোয়ারের পানিতে ৩০০ পরিবারে রান্না বন্ধ হয়ে গেছে। ধসে গেছে পাকা সড়ক, ডুবে গেছে ফেরিঘাট। মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান বলেন, গাবতলা কমিউনিটি ক্লিনিক, গিয়াসিয়া দাখিল মাদ্রাসা ও গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এখন পানির নিচে। হোগলাবুনিয়া ইউনিয়নের নদীর তীরবর্তী বদনীভাঙ্গা, পাঁঠামারা ও সানকিভাঙ্গা গ্রামে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই অবস্থা খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া, খাউলিয়া, মধ্যবরিশাল ও সন্ন্যাসী গ্রামের। মোরেলগঞ্জের ইউএনও কামরুজ্জামান জানান, উপকূলবর্তী মোরেলগঞ্জ উপজেলা সদরসহ ছয় ইউনিয়ন ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে স্থায়ী বেড়িবাঁধ প্রয়োজন। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, নদীভাঙন রোধে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ হলেই পাইলিংয়ের কাজ করা হবে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, সওজের পক্ষ থেকে সড়কটি সচল রাখতে ও ঝুঁকি এড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর