বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এছাড়া ঠাকুরগাঁও ও খুলনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দুজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— টাঙ্গাইল : টাঙ্গাইল শহরে কুমুদিনী কলেজ মোড়ে গতকাল ভোরে পুলিশবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্যসহ চারজন। নিহতরা হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অপহরণের শিকার স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), তার খালাতো ভাই ফারুক (৪২) ও চাচাতো ভাই সিরাজুল ইসলাম (৫৫)। টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান জানান, পুলিশবাহী একটি মাইক্রোবাস নারায়ণগঞ্জ থেকে আসামি ধরতে রাজশাহী যায়। সেখান থেকে ফেরার পথে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড় সড়কে স্পিড ব্রেকারে প্রচণ্ড ঝাঁকুনি লাগে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন ধরে যায়। মাইক্রোবাসটিতে চালকসহ সাতজন লোক ছিলেন। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নুপুর (২০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। খুলনা : মহানগরীর বয়রা নূরনগর এলাকায় গতকাল মাহেন্দ্রর ধাক্কায় ফুল মিয়া (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর