বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বই কিনে অসুস্থ লেখককে সহায়তা ইউএনওর

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের ‘জলবাংলার কবি’ বলে খ্যাত কবি আবুল কালাম আজাদের লেখা বই কিনে তার চিকিৎসায় সহায়তা করলেন তেঁতুলিয়া উপজেলার ইউএনও সানিউল ফেরদৌস। স্থানীয় সংস্কৃতি কর্মীদের কাছে প্রবীণ এই লেখকের অবদানের কথা শুনে গতকাল ইউএনও লেখকের ১০০ বই কিনে ব্যক্তিগত তহবিল থেকে ৩০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। কবি আবুল কালাম আজাদ (৭০)  থ্রড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। জানা গেছে, আবুল কালাম আজাদ দরিদ্রতার সঙ্গে লড়াই করে পঞ্চগড় জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন থেকে গবেষণা করছেন। জেলার ইতিহাস নিয়ে লিখেছেন দুই খণ্ডের বই। তার রয়েছে অজস্র কবিতা। এ ছাড়া তার লেখা অনেক গানও স্থানীয় শিল্পীরা সুর করেছেন। তিনি লেখালেখিতে স্থানীয় লোকজ অনুষঙ্গের উপস্থাপন করেছেন। তার সহায়তায় ইউএনওর এগিয়ে আসাকে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সংস্কৃতি কর্মীরা। পঞ্চগড় সাহিত্য সংসদ তার চিকিৎসায় তহবিল সংগ্রহ করছে।

সর্বশেষ খবর