বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তবু ২৫ বছরেও পৌঁছেনি বিদ্যুতের আলো!

সুনামগঞ্জ প্রতিনিধি

বাওন বিলের পাড়ের গ্রাম পাঠানবাড়ি। ১৯৯৩ সালে গ্রামটি সুনামগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত হয়। এরপর দীর্ঘ ২৫ বছর কেটে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন দূরে থাক বিদ্যুতের তারও পৌঁছেনি এই গ্রামে। নেই রাস্তাঘাট-গ্যাস সংযোগ। অপ্রতুল সুপেয় পানির নলকূপও। বর্ষায় প্রধান সড়কে উঠতে গ্রামবাসীর ভরসা বাঁশের সাঁকো কিংবা নৌকা। জানা যায়, পাঠানবাড়ি গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ বার ক্ষমতার পালাবদল হয়েছে। প্রতিটি নির্বাচনের আগে সব নাগরিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও কিছুই পূরণ হয়নি। স্থানীয়রা জানান, কৃষিকাজসহ নিম্নআয়ের পেশার সঙ্গে জড়িত পাঠানবাড়ি গ্রামটি সদর উপজেলার আফতাব নগর (বর্তমানে কুরবাননগর) ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। শহুরে জীবনের স্বপ্ন দেখিয়ে ১৯৯৩ সালে গ্রামটিকে পৌরসভায় যুক্ত করা হয়।  গ্রামের উপর দিয়ে পার্শ্ববর্তী হাছনবাহার, বুড়িস্থল গ্রামের বিদ্যুতের লাইন গেলেও অন্ধকারে পড়ে আছে পাঠানবাড়ি। গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুছ বলেন, গ্রামের প্রধান সড়ক বাদে এক ইঞ্চি রাস্তাও পাকা হয়নি। এই যুগেও বাঁশের সাঁকো আর নৌকাই আমাদের ভরসা। সত্তোরোর্ধ্ব রেজিয়া বেগম বলেন, ‘২০ বছর হয় নতুন বাড়ি করেছি, কিন্তু পানির সুবিধা নাই। বৃদ্ধ বয়সে দূর থেকে পানি আনতে হয়।’ সুনামগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দে র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম বলেন, ‘পাঠানবাড়ি গ্রামকে বিদ্যুতায়নের বিষয়টি আমাদের অগ্রাধিকার তালিকার একেবারে উপরে রয়েছে। শীঘ্রই খুঁটি প্রতিস্থাপনের কাজ শুরু হবে।’ 

সুনামগঞ্জ পৌরমেয়র নাদের বখত বলেন, ‘আড়াই মাস আগে উপ-নির্বাচনের মাধ্যমে আমি মেয়র নির্বাচিত হয়েছি। পিছিয়ে থাকা বর্ধিত পৌর এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে ইতোমধ্যে কিছু কাজ শুরু করেছি। বাকিগুলো শুকনো মৌসুমে শুরু করব।’

সর্বশেষ খবর