বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

উল্টোপথে কাভার্ডভ্যান প্রাণ গেল পুলিশ সদস্যের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে উল্টোপথে চলা কাভার্ডভ্যান চাপায় মারা গেছেন ট্রাফিক পুলিশের এটিএসআই (অ্যাসিট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ফরিদপুরের মধুখালী থানার আবদুল হাকিমের ছেলে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগে চার বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, শিবু মার্কেট থেকে ফতুল্লা পোস্ট অফিস রোডে কাভার্ডভ্যানটি উল্টোপথে লিংক রোডের দিকে আসছিল। এ সময় ট্রাফিক পুলিশের কর্তব্যরত এটিএসআই আবুল কালাম আজাদ বাধা দেন। চালক সিগন্যাল না মেনে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

গাজীপুর ও কুড়িগ্রামে নিহত ২ : গাজীপুরে বাসচাপায় তায়রুন্নেছা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে তায়রুন্নেছা মেডিকেলের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী (২০) ডিপ্লোমা নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনের দায়িত্ব পালনের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় মিঠু কুমার (৩২) নামে এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। উলিপুর-নাজিমখান সড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর