শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সন্তানকে ফিরে পেতে বাবার আকুতি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে সুরেশ তেলের স্বত্বাধিকারী সুধীর চন্দ  সাহার পরিবার। তাই মেয়েকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। শুক্রবার সকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এই আবেদন জানান। সংবাদ সম্মেলনে সুধীর চন্দ  সাহা বলেন, আমার একমাত্র সন্তান লিমা সাহাকে পুঁজি করে আমার ধন-সম্পদ হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে আসছে শহরের একটি বিতর্কিত পরিবার। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে ওই পরিবারের ছেলে সৈকত পাল আমার মেয়েকে বিপদগামী করে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে মেয়ে লিমাকে কলকাতার আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ২৪ মে লিমা বিমানে ঢাকায় ফেরে। আত্মীয়রা তার জন্য বিমানবন্দরের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় কাস্টমস কর্মকর্তার সহায়তায় সৈকত ও তার সহযোগীরা লিমাকে অপহরণ করে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের করে নেয়। এরপর সরাসরি কোর্টে নিয়ে লিমাকে বিয়ে করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় লিমাকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু ওই পরিবারের সার্চ ওয়ারেন্ট মামলায় পুলিশ চিকিৎসাকেন্দ  থেকে লিমাকে আদালতের মাধ্যমে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে। সুধীর সাহা কাঁদতে কাঁদতে বলেন, আইনের কিছু বিধি বিধানের কারণে ১৮ বছরের পর সন্তানের ওপর কোনো অধিকার থাকে না জন্মদাতা মা-বাবার। এই আইনের সুযোগে তাঁরা আমার মেয়ের জীবন ধ্বংস করছে। আমার মেয়ে আজ অন্ধকার কারাগারে দিন কাটাচ্ছে। তাঁর জীবন আজ সংকটে। মেয়ের কারণে তার মাও অসুস্থ। মানুষের জন্য আইন, আমি আমার একমাত্র মেয়েকে ফিরে পেতে চাই। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোরশেদ শাহারিয়ার, সাবেক সাধারণ সম্পাদক এমএ আওয়াল, নরসিংদী জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসেয়িশনের সাধারণ সম্পাদক বদরুল আমিন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর