শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সড়কের বেহাল দশায় দুর্ভোগ

নাটোর প্রতিনিধি

সড়কের বেহাল দশায় দুর্ভোগ

নাটোরে বেহাল সড়কে দেবে গেছে ট্রাক —বাংলাদেশ প্রতিদিন

টানা কয়েকদিনের বৃষ্টিতে নাটোর-বগুড়া মহাসড়ক ও সিংড়া উপজেলার বেশ কিছু গ্রামীণ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কগুলো সংস্কার না করায় গত কয়েকদিনের ভারি বর্ষণে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে। কোনো কোনো সড়কের দুই পাশ ভেঙে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল-নিংগইন, বালুয়া বাসুয়া মোড়- চৌগ্রাম বাসস্ট্যান্ড, জামতলী বাঁশের ব্রিজ এলাকা। আঞ্চলিক সড়কগুলোর মধ্যে জামতলী-বামিহাল সড়ক, রাতাল-বিয়াস সড়ক, বিনগ্রাম-খোলাবাড়িয়া সড়ক, রাণীপুকুর-শালমারা সড়ক, বালুয়া বাসুয়া-চলনবিলের সড়কের কিছু অংশ, শেরকোল ইউনিয়নের তেলীগ্রাম-বারৈহাটি সড়ক, ছাতারদিঘী ইউনিয়নের বেশ কিছু গ্রামীণ সড়কসহ আরো বিভিন্ন গ্রামের পাকা সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী হাসান আলী জানান, ইতোমধ্যে অনেকগুলো রাস্তার সংস্কার কাজের টেন্ডার হয়ে গেছে। বৃষ্টির কারণে কাজগুলো শুরু করতে পারছে না ঠিকাদাররা। তবে পরিস্থিতি ভালো হলে দ্রুতই উপজেলার গ্রামীণ সড়কগুলোর সংস্কার করা হবে বলে তিনি জানান।

 

সর্বশেষ খবর