শিরোনাম
শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

খুরা রোগে শতাধিক গরুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাওর এলাকায় গত এক সাসে খুরা রোগে শতাধিক গরুর মৃত্যুর হয়েছে। এছাড়া উপজেলার অরুয়াইল, পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের কয়েক হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে। খুরা রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার কৃষক-খামারিরা। অরুয়াইল ইউনিয়নের কৃষক ইসমাইল মিয়া জানান, উপজেলা প্রাণিসমপদ অফিসে গিয়ে খুরা রোগের কোনো ওষুধ পাওয়া যায়নি। প্রাণিসম্পদ হাসপাতালে গেলে তারা জানায়, বাড়িতে গিয়ে খুরা রোগের টিকা দিলে চিকিৎসকের ফি লাগবে এক হাজার টাকা আর ভ্যাকসিনের জন্য দিতে হবে আরও দুশ। একই অভিযোগ তুলে ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, প্রাণি সম্পদ হাসপাতালে টাকা না দিলে চিকিৎসা করানো যায়না। এ সব বিষয়য়ে বড় স্যারকে জানানো হলেও কোনো প্রতিকার হয়নি। প্রাণিসম্পদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোরবানির ঈদ সামনে রেখে গরুগুলোকে দ্রুত বড় করতে নরম ভাতসহ অতিরিক্ত খাবার খাওয়ানো হচ্ছে। ফলে গরু ফুডপয়জনিংয়ে আক্রান্ত হচ্ছে। উপজেলা প্রাণিসমপদ কর্মকর্তা ডা. মুজিবুর রহমান শতাধিক গরুর মৃত্যুর খবরকে অস্বীকার করে বলেন, ‘খুরা রোগে গত এক মাসে সাতটি বাছুর মারা গেছে। অধিকাংশ গরু ফুডপয়জনে আক্রান্ত।’  তিনি জানান, আমাদের কাছে খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন আছে। ভ্যাকসিনের সরকারি ফি ১৯৬ টাকা টাকা। অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি।

সর্বশেষ খবর