শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মানসিক রোগী

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহ নগরীতে ট্রেনে কাটা পড়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত বিমল চন্দ  সরকার (৬০) জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, নগরীর মিলনবাগ মহল্লার বাসিন্দা বিমল চন্দ  প্রতিদিনের মতো শুক্রবার সকালে হাঁটতে বের হয়। ধারণা করা হচ্ছে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা কবরস্থানের কাছে ট্রেনে কাটা পড়ে মো. মানিক আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে কাটা পড়েন তিনি। দুপুর ১২টায় দর্শনা রেলস্টেশনের জিআরপি ফাঁড়ির পুলিশ  ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মানিক আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের এরেং মন্ডলের ছেলে। তিনি মানসিক রোগি ছিল বলে দাবি করেছে তার পরিবার।

সর্বশেষ খবর