শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চাচার জন্য সুপারিশ করায় ভাতিজাও হয়ে গেলেন আসামি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নারী ও শিশু নির্যাতন মামলার আসামি চাচাকে থানা থেকে ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করতে গিয়ে ভাতিজাও হয়ে গেলেন একই মামলার আসামি।

অভিযোগে জানা যায়, চাচা মনছের ওরফে মনসুরকে গত ১৫ জুলাই শেরপুর থানা পুলিশ নারী নির্যাতন মামলায় গ্রেফতার করে। তাকে ছেড়ে দেওয়ার জন্য ঢাকা থেকে তার ভাতিজা ইসহাক আসিফ মোবাইল ফোনে থানার ওসির কাছে সুপারিশ করেন। এ নিয়ে কথোপকথনের সময় তিক্ততার সৃষ্টি হয়। পরে দেখা যায় বাদী রাজমিস্ত্রি কালু শেখ মামলায় ২ নম্বর আসামি করেছেন আসিফকে। আসিফ ঢাকায় দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার। জানা গেছে, বাদী কালু শেখের বাড়ি বগুড়ার শেরপুর থানার শেরুয়া নামাপাড়ায়। তিনি এজাহারে বলেন, তার মেয়ে সুমা খাতুন (১৪) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শেরুয়া ফরেস্ট বাগানের গেটে পৌঁছলে শেরপুর উপজেলার বেড়েরবাড়ী এলাকার মৃত মোসলেমের পুত্র মুনসের ওরফে মুনসুর ও ২ নম্বর আসামি একই এলাকার আসিফের মুনসের সুমাকে অপহরণ করে। শেরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। বাদী এ বিষয়ে আদালতে জবানবন্দিও দিয়েছেন। ইসহাক আসিফ নামের কাউকে আমি চিনি না। তবে এই নামে কেউ একজন ফোন দিয়েছিল।

সর্বশেষ খবর