শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এক সপ্তাহের টানা বৃষ্টি ও উজানের ঢলে নাগর নদীর পানি বেড়ে ঢুকে পড়ছে লোকালয়ে। পানিতে ভেসে গেছে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ও থালতা মাজগ্রাম ইউনিয়নের শতাধিক পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার দুই হাজার মানুষ। এ ছাড়া ভাটরা ইউনিয়নের বিভিন্ন রাস্তা এখন পানির নিচে। নষ্ট হচ্ছে রোপণ করা আমন ধান, সবজির খেত ও বীজতলা। ফসলের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা।

স্থানীয়রা জানান, দিন দিন পানি বাড়ছে। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। বগুড়া-নাটোর মহাসড়কের দুই পাশে নালা ও খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ তাদের। ভাটরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান মাছুম বলেন, ‘তার এলাকার অধিকাংশ রাস্তা ডুবে গেছে। বাড়িতে পানি প্রবেশ করছে। ভেসে গেছে পুকুরের মাছ। উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক জানান, কয়েক দিনের টানা বর্ষণে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ খবর