শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক পলক

উন্নয়ন প্রকল্প পরিদর্শন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চলমান ১০টি উন্নয়ন প্রকল্পের কাজ ও স্থান পরিদর্শন করেছন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ। গতকাল সকাল থেকে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের কামারিয়াচরে ৫১৮ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা কম্পোজিট জুটমিলের স্থান এবং  জোড়খালি ইউপির কাইজারচরে ৫০০ একর জমির উপর ২০০ মেগাওয়াড সোলার বিদ্যুৎ প্ল্যান প্রকল্প স্থান ও মিলন বাজার শেখ রাসেল টেক্সটাইল  ইনস্টিটিউটসহ ১০টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন, বিজেএমসি চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদুল হাসান, ইউএনও আমিনুল ইসলামসহ আরো অনেকেই।

—মাদারগঞ্জ প্রতিনিধি

নগরকান্দা মডেল উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন

ফরিদপুরের নগরকান্দা মডেল উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত বৃস্পতিবার নগরকান্দা বাজারে প্রধান সড়কে এ কার্যালয় উদ্বোধন করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ এর সার্বিক সহযোগিতা করেন। নগরকান্দা মডেল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিমাই চন্দ্র সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক নির্বাহী পরিষদ সদস্য এমরান আমিন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা পৌরসভার মেয়র রায়হান উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

—ফরিদপুর প্রতিনিধি

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে ইব্রাহিম (৯) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দাসিরদিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম পার্শ্ববর্তী জাঙ্গালিয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে। —আড়াইহাজার প্রতিনিধি

টাঙ্গাইলে বাঁশঝাড়ে ৮ ফিট অজগর

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার একটি বাঁশ ঝাড় থেকে গতকাল ৮ ফিট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। টাঙ্গাইল বন বিভাগ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি করাটিয়া এলাকায় একটি বাঁশঝাড় কেনেন আবদুল আলীম। গতকাল তিনি সেখানে বাঁশ কাটতে গিয়ে একটি অজগর সাপ দেখতে পান। পরে আলীম স্থানীয়দের সহায়তায় সাপটি নামিয়ে বস্তাবন্দী করেন। খবর পেয়ে টাঙ্গাইল বনবিভাগের কর্মিরা পুলিশের সহায়তায় সাপটি উদ্ধার করে। সাপটি লম্বায় আট ফুট। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাপটি মধুপুর বন বা বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে। —টাঙ্গাইল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর